ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা-নগরকান্দা সড়কের ঝপরখালী নামক স্থানে সমতল জায়গায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে একটা অপ্রয়োজনীয় সেতু নির্মান শুরু করায় এলাকাবসী ক্ষুব্ধ হয়েছেন।
এই অপ্রয়োজনীয় সেতু নির্মাণ করেছে সড়ক ও জনপথ বিভাগ । প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটির কোন প্রয়োজন নেই। কারন এই সেতুটির এক পাশে দীর্ঘদিন ধরে বাড়িঘর নির্মান করে বসবাস করছেন। আর এক পাশে সরকারী টাকায় নির্মিত হয়েছে মহিলা সমিতি ভবন। এই ব্রিজের নিচ দিয়ে কোন পানি প্রবাহ নেই, নেই কোন খাল।
অপ্রোজনীয় জায়গায় সেতু নির্মাণ করা হলে ,সরকারের কোটি-কোটি টাকা গচ্ছা যাবে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ‘অপ্রয়োজনীয়’ সেতু নির্মাণে ক্ষুব্ধ এলাকাবাসী । সেতুর নির্মাণ কাজ বন্ধের জন্য সড়ক ও জনপথের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা শাহীন তালুকদার জানান, যেখানে সেতু নির্মান করা হচ্ছে তার নীচে কোন খাল না থাকা সত্ত্বেও সরকারি টাকা ব্যয় করে অপ্রয়োজনীয় সেতু নির্মাণ করার কোন প্রয়োজন নেই। ফলে এ সেতু নির্মাণ সরকারি টাকার অপচয় ছাড়া কিছুই না।এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী সাইফুল্লাহ খালিদ বলেন,খুব শীঘ্রই সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।