মোঃ কামাল হোসেন প্রধান

জেলা প্রতিনিধি নরসিংদী ঃ

নরসিংদীর,শিবপুর কামাল গাও কান্দাপাড়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার শিবপুর থানার কর্তব্যরত এন এস আই কর্মকর্তা এর তথ্যের ভিত্তিতে নরসিংদীর শিবপুরে এন এস আই ও ডিবি পুলিশ এর যৌথ অভিযান পরিচালনা করে ভারতীয় ভেজাল বাজাজ মবিল প্রস্তুতকারী কারখানা জব্দ করেন এবং প্রশাসন কারখানার মালিক জিয়াবুল রহমান কে গ্রেফতার করতে সক্ষম হয়।

জানা যায় ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার রাত দশটা থেকে অভিযান পরিচালনা শুরু করেন এন এস আই ও ডিবি পুলিশ যৌথ ভাবে এবং রাত সাড়ে বারটার দিকে কারখানা জব্দ করে কারখানার মালিক জিয়াবুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়। জানা যায়, এই অবৈধ ভারতীয় মবিল বাজাজ কারখানার মালিক জিয়াবুর রহমান (৩৮) , চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালামিয়া পাড়া গ্রামের মৃত কবির আহমেদের ছেলে। নরসিংদীর,শিবপুরের কামারগাঁও কান্দাপাড়া এলাকার মোরগ ব্যবসায়ী মোঃ বাবুল মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থেকে প্রায় ০২ বছর যাবৎ অবৈধ মবিল তৈরির কারখানায় ভেজাল মবিল তৈরি করে ব্যবসা করে আসছে।আরো জানা যায়, সে নরসিংদীর আশেপাশের বিভিন্ন জায়গায় অবৈধ নকল ভারতীয় বাজাজ মবিলের ডিলারও কর্মচারী নিয়োগ দিয়েছে। দুটি রুম ভাড়া নিয়ে সে এই অবৈধ কারখানা পরিচালনা করে আসছিল। অভিযান পরিচালনার সময় তার মবিল প্রস্তুত করার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। উদ্ধারকৃত মবিলের মালামাল ও প্রস্তুতকৃত মেশিনের আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। মবিলে লাল রং মিশিয়ে সেটাকে কালার করে বাজার জাত করতো এই অবৈধ বাজাজ কারখানার মবিল মালিক। এ ধরনের অবৈধ ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এলাকাবাসী ও সচেতন মহল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *