মোঃ মেহেদী হাসান

ভাঙ্গুড়া(পাবনা) প্রতিনিধি:

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যে ৫১ দিনব্যাপী শুরু হতে যাচ্ছে তারুণ্যের উৎসব ২০২৫। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও জুলাই অভ্যুত্থান এর প্রকৃত উদ্দেশ্য সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২৫ উদযাপন উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯শে ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়েজনে পরিষদ কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতিমূলক সভায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার জানান , ৩১ শে ডিসেম্বর থেকে ১৯শে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত ৫১ দিনব্যাপী রাষ্ট্রীয়ভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ থেকে পৌরসভা ও উপজেলা প্রশাসন পর্যন্ত সর্বস্তরে প্রতিষ্ঠানগুলি এ কর্মসূচি গুলো পালন করা হবে। এর মধ্যে রয়েছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গুলিতে জুলাই -আগস্ট বিপ্লবের স্মৃতি সম্বলিত ব্যানার ও ড্রপডাউন প্রদর্শন । অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্ট, জুলাই বিপ্লবের উপর নির্মিত বিভিন্ন চিত্র প্রদর্শনী, শিক্ষার্থীদের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা, ব্যাডমিন্টন, কাবাডি ও সাঁতার প্রতিযোগিতা, পথ সঙ্গীত, শিক্ষার্থীদের মাঝে স্যানিটেশন ও হাইজিনেশনের সচেতনতা বৃদ্ধি, শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানসহ বেশ কিছু কর্মসূচি নির্দেশনা রয়েছে বলে উল্লেখ করে বক্তব্য দেন ।

 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিয়া আক্তার রোজী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোছা. রোমানা আক্তার রোমি, কৃষি কর্মকর্তা শারমিন জাহান, সমাজসেবা অফিসার মোঃ জাহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিকুজ্জামান, মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাকিম, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলমসহ উপজেলার সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *