উজ্জ্বল রায়,খানসামা প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলায় গ্রামীন মাটির রাস্থাসমুহ টেকসইকরনের লক্ষে হেরিং বোন বন্ড (এইচবিবি) কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অধীনে ৬৬ লাখ ৩৩ হাজার টাকা ব্যায়ে ২০২২-২৩ অর্থ বছরে উপজেলার ৪নং খামারপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বোর্ডের হাট সংলগ্ন সাবেক তফিরউদ্দিন মেম্বার বাড়ীর নিকট হইতে রিয়াজুল প্রিন্সিপালের বাড়ি পর্যন্ত ৬০০ মিটার ও ৩নং আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়ান গড় বাজার হইতে গুন্দুশাহ পাড়ার রাস্তা পর্যন্ত ৫০০ মিটার হেরিং বোন বন্ড (এইচবিবি) করন (২য় পর্যায়) প্রকল্পের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন ও ইউএনও রাশিদা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার পিআইও এনামুল হাসান,উপ -সহকারী প্রকৌশলী সুশীতল গোবিন্দ দেব,৪নং খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক চৌধুরী,রাজু ঠিকাদার,আওয়ামী যুবলীগ নেতা আবু বক্কর সিদ্দিক,৮নং ওয়ার্ড মেম্বার শরিফুল ইসলাম (শফু) প্রমুখ।