মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার

নড়াইল এ বহুল প্রচলিত আমিন টেলিভিশন এর তৃতীয় বছরে পদার্পন উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১০ টায় আমিন টেলিভিশন এর প্রতিনিধিদের সার্বিক ব্যবস্থাপনায় সদর উপজেলার চন্ডিবরপুর ইউণিয়ন এ বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তন এ কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সহায় ও দুস্থ ১০০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। বীর মুক্তিযোদ্ধা মোঃ কাওসার মোল্যার সভাপতিত্বে ও তসিকুল ইসলাম অনিক এর সঞ্চালনায় অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠান এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ( সি আই ডি) হারুন আর রশীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এ্যাডঃ তরিকুল ইসলাম, নড়াইল সদর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান, লোহাগড়ার সাংবাদিক ওবায়দুর রহমান, প্রধান শিক্ষক আব্দুল মজিদ সরদার, অবঃ প্রধান শিক্ষক ইউনুস মোল্যা প্রমুখ। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থাণীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

এ সময় ইসলামাবাদ দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী লামিয়া খানম টিপু সুলতান রচিত আমিন টেলিভিশন শিরোনাম এ একটি কবিতা আবৃতি করেন। আলোচনা সভায় বক্তারা আমিন টেলিভিশন এর বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এর ভুয়সী প্রশংসা করেন এবং এমন মহতী উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন। অনুষ্ঠান শেষে আমিন টেলিভিশন ২০২২ এর সেরা প্রতিবেদক মোঃ আজিজুর বিশ্বাস ও অন্যন্য প্রতিনিধিদের মাঝে আমিন টেলিভিশন এর লোগো সম্বলিত মগ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *