স্টাফ রিপোর্টার।

 

নড়াইলের লোহাগড়া পৌরসভায় জমির সীমানা নির্ধারণ না করে পৌর আইন অমান্য করে বিল্ডিং নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী জাকিরুল হক মুন্জুর নামে।

এঘটনায় কবির সরদার বাদী হয়ে লোহাগড়া পৌরসভায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগ সুত্রে জানাযায় লোহাগড়া মসজিদ পাড়া ( ৪ নং) ওয়ার্ডের মৃত জহুরুল হক ভুইয়ার ছেলে জাকিরুল হক মন্জু ও তার তিন ভাই একই গ্রামের প্রতিবেশী ফেলু সরদারের ছেলে কবির সরদারের জমির সীমানা নির্ধারণ না করে এবং পৌর আইন অমান্য করে তার টিনের ঘরের চালা সহ ভবনটি গড়ে তুলেছেন।

কবির আরো বলেন মন্জুরা খুবই প্রভাবশালী তাদের সংগে বুঝতে গেলে তারা আমাদের নানা ধরনের হুমকি দিচ্ছে। আমাদের দাবি জমি মাপজোপ করে তারা জায়গা পেলে তারা তাদের জায়গায় যা খুশি তাই করবে।

এঘটনায় অভিযুক্ত জাকিরুল হক মন্জুর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমি কে আপনি চিনেন? আপনার বাড়ি কোথায়? আপনি লোহাগড়া বাজারের ৯৯ এর দোকানে আসেন ওখানে কথা বলবো আপনার সাথে।

এবিষয়ে লোহাগড়া পৌরসভার কাযকারী সদস্য মোঃ কবির হোসেনের সংগে কথা হলে তিনি বলেন ওই ভবনের পৌরসভার অনুমোদন আছে কিনা আমার জানা নাই,এতো তো মনে থাকে না অভিযোগ পেয়েছি সরজমিনে গিয়ে দেখে বলতে পারবো আমি একটু পরে গিয়ে দেখবো।

মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

মোবাইল ঃ০১৯২০২৮১৭৮৭ /০১৭০৫১৯৩০৩০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *