উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলাসহ সারাদেশে পহেলা বৈশাখ ও ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার সময় নওগাঁ জেলা প্রশাসকের সভাকক্ষে প্রস্তুতিমূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ খালেদ মেহেদী হাসান পিএএ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সাবিনা ইয়াসমিন, জেল পুলিশ ফারুক আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন, জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। সভায় বাঙ্গালীর চিরাচরিত কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরে জাঁকজমকপূর্ণ পরিবেশে বাংলার নববর্ষ ও ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়।
উজ্জ্বল কুমার সরকার ফোনঃ০১৭২৬-৩৭৬২৮২ তারিখ -৬/৪/২৩
নওগাঁ।