বরিশাল সংবাদাতা:-
বাকেরগঞ্জ থানার এএসআই সোহেল রানা যোগদানের পর থেকেই বিভিন্ন অপরাধ দমন ও অপরাধীদের রাতের ঘুম হারাম করে আতঙ্কের সৃষ্টি করেছেন আইনি প্রয়োগের মাধ্যমে। তিনি মাদক কারবারি, পালাতক ওয়ারেন্ট ভুক্ত আসামী ও থানায় এজাহারে তালিকাভুক্ত বিভিন্ন মামলার আসামী গ্রেফতারে শীর্ষ অবস্থান গ্রহন করেছেন তার মেধা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে। রীতিমতো তার পুলিশি কর্মকান্ডের মাধ্যমে অপরাধীদের আতঙ্কও এবং সাধারণ মানুষের বন্ধুত্বের স্থানে থানা এলাকায় সকলের প্রিয় পুলিশ অফিসার হিসেবে আস্থা ও ভালোবাসার জায়গা করে নিয়েছেন।
এএসআই সোহেল রানা যোগদানের পর থেকেই মাদকদ্রব্যসহ চিহ্নিত মাদক ব্যবসায়ি ও সাজাপ্রাপ্ত পালাতক ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতারের মাধ্যমে কয়েকবার থানা ও রেঞ্জের বেস্ট পুলিশ অফিসার হিসেবে সম্মাননার পুরষ্কার পেয়েছেন।
এপ্রিল/২০২৩ মাসের তার পুলিশিং কার্যক্রমের সামগ্রিক পারফর্মেসের উপর খুশি হয়ে এবং জেলার মধ্যে বিভিন্ন থানার এএসআই এর চেয়ে বেশী অপরাধ নির্মূলের ভূমিকার চুল-ছেঁড়া বিশ্লেষণের মাধ্যমে বরিশাল জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয় বাকেরগঞ্জ থানার এএসআই সোহেল রানা কে বরিশাল জেলার শ্রেষ্ট এএসআই হিসাবে মনোনীত করে এবং তাকে উপহার স্বরূপ তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।