মাজিদ আল মামুন-মেহেরপুর প্রতিনিধি:
সবার জন্য মানসম্মত শিক্ষা ও শিক্ষায় কমিউনিটির অংশগ্রহণ বৃদ্ধিতে মেহেরপুরে কমিউনিটি ওয়াচ গ্রুপের সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১১ মে), সকাল ১০টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে মানব উন্নয়ন কেন্দ্র (মউক) জেলা কার্যালয় হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
গণসাক্ষরতা অভিযান এর সহযোগিতায় ও মউক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, ওয়াচ গ্রুপের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মউক এর নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম। সভায় অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া, সমাজ সেবক আব্দুর রকিব, হাজী আজগর আলী মাস্টার, ইউপি সদস্য কাবুল আলী, রেশমা খাতুন ও সাংবাদিক আকতার হোসেন উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কমিউনিটি ওয়াচ গ্রুপের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়া ও অনিয়মিত শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা, এস.এম.সি ও পি.টি.এ কমিটির সভাগুলো নিয়মিত করাসহ বিদ্যালয়ে সকল কর্মসূচিতে কমিউনিটির অংশগ্রহন বৃদ্ধি, বিদ্যালয়ের কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন, সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী সাদ আহাম্মদ।