শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ “আলোকিত শিবগঞ্জ গড়ার প্রত্যয়ে, জ্ঞানের আলো ছড়িয়ে দাও” স্লোগানে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে শিবগঞ্জে নবীনবরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২জুলাই) বিকেলে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ পরিষদ শিবগঞ্জ বগুড়ার আয়োজনে মেধাবীদের মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সহকারি পুলিশ সুপার (শিবগঞ্জ-সোনাতলা সার্কেল) তানভির হাসান।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ পরিষদের সভাপতি ও রাবি’র শিক্ষার্থী শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহকারি পরিচালক হাবিবুল্লাহ সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর ফুয়ারা আক্তার। সংগঠনটির সাধারণ সম্পাদক ও ঢাবি’র শিক্ষার্থী আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্যে রাখেন হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক রাসেল আহমেদ, আইডিএলসি ফাইন্যান্স এর এ্যাসিস্টেন্ট অফিসার আব্দুল বাছেদ, সংগঠনটির সাবেক ডিরেক্টর মশিউর রহমান, এম.আর মানিক, ঢাবি শিক্ষার্থী শিমুল হাসান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়া সরকার প্রমূখ।
প্রসঙ্গতঃ ২০১৮ সালে একটি ম্যাসেঞ্জার গ্রুপ খোলার মাধ্যমে ৭/৮ জন শিক্ষাথীদের নিয়ে এ সংগঠনের যাত্রা শুরু হয়। মূলতঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবগঞ্জের অধ্যায়নরত শিক্ষার্থীদের সহযোগীর জন্যই এ সংগঠনটির আবির্ভাব ঘটে। এবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত ৬০জনের অধিক শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *