উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে মো. নজরুল ইসলাম বুদা (৪৫) নামের এক যুবককে দেড় লিটার বিদেশি মদসহ আটক করেছে র‍্যাব। আটককৃত নজরুল ইসলাম থানার চকরহমত গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। তাকে থানার উত্তর চকরহমত এলাকা হতে আটক করে র‍্যাব।
র‌্যাব-৫, সিপিসি-৩ জানান, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে সোমবার বেলা পৌনে ৩টার দিকে থানার উত্তর চকরহমত এলাকা থেকে দেড় লিটার বিদেশী মদসহ গ্রেফতার করা হয়। র‍্যাব আরও জানায় সে দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় বিদেশী মদ অবৈধভাবে জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।
পরবর্তীতে তার বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মঙ্গলবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *