সানজিম মিয়া-গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ

 

রংপুরের গঙ্গাচড়ায় মাদক ব্যবসায়ীর হেফাজতে থাকা ১৫০ বোতল ফেনসিডিলসহ দুইজন কে আটক করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ।

পুলিশ সুপার, রংপুর মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, এ’ সার্কেল এর সহযোগিতায় গংগাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেনের নেতৃত্বে এই মাদক বিরোধী অফিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপ-পুলিশ পরিদর্শক শাহরিয়ার হকসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গাচড়া মডেল থানাধীন মর্ণেয়া ইউনিয়ন এর কিশামত হাজীপাড়া, সোনালীর দিঘির পাড় হইতে মাদক ক্রয় বিক্রয়ের সময় মাদক ব্যবসায়ী মোঃ আশরাফুল ইসলাম আশরা (৪০) ও ভোলা (৪২ ) উভয় গ্রামঃ কিশামত হাজিরপাড়া, মর্নেয়ার স্থায়ী বাসিন্দা।

এসময় তাদের তল্যাশি করে হেফাজতে থাকা ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। স্থানীয় এলাকাবাসী জানায়, তারা দীর্ঘদিন যাবত মাদক পরিবহনের সাথে জড়িত এবং তাদের কাছে থাকা মাদক রংপুর শহরসহ দেশের বিভিন্ন স্থানে মাদক সেবীদের কাছে সরবরাহ করা হয়।

গংগাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন জানান,আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গংগাচড়া মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।গঙ্গাচড়াকে মাদক মুক্ত করতে মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *