শিক্ষা ও সাহিত্য | নভেম্বর ২৬, ২০২৩ নিউজটি দেখেছেন : ২৪২ ওগো প্রিয়া কবি মোঃআবু বকর সিদ্দীক মিস করি তোমায় প্রতিক্ষন, ওগো প্রিয়াজন। হাজার বাঁধা মানতে নারাজ, আমার অবুঝ মন। ভালো লাগে ওগো প্রিয়া, তোমার দুটি চোঁখ। হাজার কাজের মাঝেও তোমার, ফুটে ওঠে মুখ। বড্ড একা লাগে আমার, থাকি যখন নিরালায়, অশ্রু জমে চোঁখের কোনে, নিজেক ভাবি অসহায়। দিন রজনী পার হয়ে যায়, হাজার প্রহর গুনতে। মনটা তো চায় প্রিয়তমা, কন্ঠের গান শুনতে। বগুড়ার মহাস্থানে দি ব্রিলিয়্যান্ট এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বরাবরের মতোই এইচএসসি পরীক্ষা-২০২৩ এর ফলাফলে উপজেলার শীর্ষে শিবগঞ্জ সরকারি এম.এইচ. মহাবিদ্যালয়