গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে রমজান উপলক্ষে এতিমদের সাথে ০৭০৯ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(০৬ এপ্রিল) উপজেলার মৌচাক বাসমতি চাইনিজ রেস্টুরেন্টে এসএসসি ২০০৭ ও এইচএসসি ২০০৯ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানটি শুরু হয় বিকেল ৫টা হইতে ধর্মীয় ভাব-গাম্ভীর্যে কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন গ্রুপের এডমিন ইঞ্জিনিয়ার এম রহমান সজিব।এসময় তার সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা ও অনুষ্ঠিত হয় আর এতে ব্যাচের একাধিক সদস্য ব্যাচ নিয়ে তাদের ভবিষৎ পরিকল্পনার কথা জানান।
এডমিন প্যানেলের একজন সদস্য তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,আমরা দেশবাসী ও আমাদের মাঝে থাকা অসুস্থ বন্ধু/বান্ধবদের রোগমুক্তি ও মঙ্গল কামনায় “এমএ হান্নান মুন্সি মাদ্রাসা ও এতিমখানার” শিক্ষার্থীদের দ্বারা ৩০ পড়া কোরাআন খতম ও দোয়া কলিমা পড়ানো হয়।সেই সাথে উক্ত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা সবাই একত্রে ইফতার শেষে নামাজ আদায় করি। উক্ত অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক বন্ধু বান্ধবদের উপস্থিতি ঘটে।এসময় সকলে সকলের সহানুভূতি প্রকাশ করে এবং দেশবাসীর কল্যাণে অতীতের ন্যায় আগামীতে ও একত্রে কাজ করার অঙ্গিকার করেন।