ঢাকামঙ্গলবার , ২৫ এপ্রিল ২০২৩

নওগাঁ জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে শতশত মানুষের উপচে পড়া ভীর উৎসবের আমেজে মুখরিত আজ

উজ্জ্বল কুমার সরকার
এপ্রিল ২৫, ২০২৩ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!
   
                       

নওগাঁঃ

নওগাঁর মহাদেবপুরসহ জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র ও দর্শনীয় স্থানগুলোতে ঈদের ছুটিতে দর্শনার্থীদের পদচারণায় মুখোরিত হয়ে উঠেছে। ঈদ উপলক্ষে মুসলিম স¤প্রদায়ের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীসহ অন্যান্য স¤প্রদায়ের মানুষজনের মধ্যেও উৎসবের আমেজ বিরাজমান।
ভ্যাপসা গরম আর প্রখর রোদ উপেক্ষা করে জেলা সদরের আবদুল জলিল পার্ক,আত্রাই উপজেলার পতিসর বিশ্বকবী রবিন্দ্রনাথ ঠাকুরের কাচারী বাড়ী, বদলগাছী উপজেলার পাহাড়পুরের ঐতিহাসিক জাতীয় পর্যটন বৌদ্ধ বিহার,পতœীতলা উপজেলার ঐতিহাসিক দিবরদীঘি,ধামইরহাট উপজেলার আলতাদীঘি জাতীয় উদ্যান, নিয়ামতপুর উপজেলার ঘুঘুডাঙ্গা তালতলী ও মহাদেবপুরের কাঞ্চন বিলের ঘাট এবং মান্দা উপজেলার ঐতিহাসিক নির্দশন কুসুম্বা জামে মসজিদ সংলগ্ন স্থানে হাজার হাজার দর্শনার্থীর উপচে পড় ভীর সামলাতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের রীতিমতো হিমসিম খেতে হচ্ছে।
জাতীয় উদ্যান ও দর্শনীয় স্থানগুলোতে বসানো হয়েছে গ্রামীণ মেলা। ঈদে সরকারি ছুটি ২৩ এপ্রিল রোববার শেষ হলেও ২৪ এপ্রিল সোমবারও জেলার পর্যটন কেন্দ্র এবং দর্শনীয় স্থানগুলো ছিল মানুষের উপচে পড়া ভীর। দর্শনার্থীদের ঈদ আনন্দ বাড়িয়ে দিতে পর্যটন কেন্দ্র এবং দর্শনীয় স্থানগুলোতে আলোকসজ্জার পাশাপাশি গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। এসব গ্রামীণ মেলায় বিনোদন পিপাস্যুদের জন্য বসানো হয়েছে নাগরদোলাসহ বিভিন্ন রকমারী দোকানপাট।
এবছর ঈদের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় আনন্দ-উপভোগের বাড়তি সুযোগ করে দিয়েছে বিনোদন পিপাসুদের জন্য। পাহাড়পুর বৌদ্ধ বিহারে আগত দর্শনার্থী জয়পুরহাট জেলা সদরে বসবাসরত সরকারি চাকুরীজীবি মোসাঃ রুমানা আক্তার বলেন সপ্তাহিক ছুটির সঙ্গে ঈদের ছুটি যোগ হওয়ায় ঈদের আনন্দ বাড়িয়ে দিয়েছে। আলতাদিঘী জাতীয় উদ্যানে আগত রাজশাহীর আমচত্তর নওদাপাড়ার বাসিন্দা প্রবাসী জিল্লুর রহমান সেন্টু বলেন, আলতাদিঘীর সংস্কার ও দিঘীর ওপর পূর্ব-পশ্চিম লোহার তৈরি সরু সেতুসহ পানির ফোয়ারা নির্মান, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা রাখা এবং দর্শনাথীদের নিরাপত্তার জন্য সেখানে একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা উচিত।

উজ্জ্বল কুমার সরকার ফোনঃ০১৭২৬-৩৭৬২৮২
তারিখ ২৫/৪/২৩
নওগাঁ।