ঢাকাসোমবার , ২৯ মে ২০২৩

বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের শরীর পুড়ার ৪ দিন পরে মৃত্যু।

মোঃ আজিজুর বিশ্বাস
মে ২৯, ২০২৩ ১১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

স্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়ায় বিদ্যুতের ৩৩কেভি হাই ভোলটেজ লাইনের তারে জড়িয়ে সোহেল শেখ (৩৫)নামের এক শ্রমিকের শরীর ঝলশে যাওয়ার ৪ দিন পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেছে। আহত সোহেল কে প্রথমে লোহাগড়া হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছিলো। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৮ মে রাত আনুমানিক ৩ টায় মৃত্যু বরন করেন।এলাকাবাসী সুত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা আদর্শ পাড়ার মুনছুর শেখের ছেলে সোহেল শেখ বুধবার (২৪মে) বিকাল ৩টার দিকে প্রতিবেশী অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আতিয়ার রহমানের ভবনের ছাদে পরিস্কার পরিচ্ছতার কাজ করতে যায়। এ সময় সে অসাবধানতা বশতঃ হাত উচু করলে ভবনের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের ৩৩ কেভি সঞ্চালন লাইনের তারের সাথে জড়িয়ে সোহেলের শরীল পুড়ে ঝলশে উপর থেকে পড়ে যায়। তখন বাড়ির লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে লোহাগড়া হাসাপালে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছিল। মৃত্যুর সংবাদে সোহেলের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। এঘটনায় যশোর পল্লীবিদ্যুত সমিতি- ২ এর লক্ষীপাশা জোনাল অফিসের ডিজিএম মোঃ তরিকুল ইসলাম বলেন বাড়ির মালিক আমাদের জানালে আমরা লাইন বন্ধ করে দিলে এ ঘটনা ঘটতো না। সেহেলের মৃত্যুতে আমরা শোকাহত। আমি আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই, ঝুকিপূর্ণ কোন লাইন থাকলে আমাদের জানালে আমরা তাৎক্ষণিক ব্যাবস্থা নিবো। এবিষয়ে বাড়ির মালিক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আতিয়ার রহমানের সাথে কথা হলে তিনি বলেন ওরা তো আমার বাড়ি এর আগেও অনেক কাজ করেছে ঐদিন ওই ঘটনা কিভাবে হলো আমার জানা নেই, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন জানান সোহেলের মৃত্যুর খবর শুনেছি তবে ময়নাতদন্ত হাসপাতাল এলাকার পুলিশ করবে। আর যদি পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আমরা তদন্ত করে ব্যবস্থা নিবো।

মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

মোবাইল ঃ০১৯২০২৮১৭৮৭ /০১৭০৫১৯৩০৩০/