ঢাকাশনিবার , ১০ জুন ২০২৩

শেরপুরে বিনোদপুর হাফেজিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাসুম বিল্লাহ, শেরপুর, বগুড়াঃ
জুন ১০, ২০২৩ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!
   
                       

 

মাসুম বিল্লাহ, শেরপুর, বগুড়াঃ

বগুড়া শেরপুর উপজেলার বিনোদপুর কাসেমুল উলুম কওমি হাফেজিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ জুন শুক্রবার সন্ধা সারে ৭টায় মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মোঃ ফরহাদ রেজার সঞ্চালনায় মাদ্রাসার রুমে সুন্দর ও মনোরোম পরিবেশে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । উক্ত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভাটির মূখ্য বিষয় ছিল ছাত্রদের পড়া লেখার মান উন্নয়নের নিমিত্তে অভিভাবক মন্ডলীর সচেতনতা মূলক কিছু মৌলিক বিষয় নিয়ে। উক্ত সভায় শিক্ষকমন্ডলীর পক্ষে দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন অত্র মাদ্রাসার মোহতামিম হাফেজ মোঃ গোলাম আজম এবং ছাত্রদেরকে আন্তরিকতার সাথে পাঠ দান ও সুশিক্ষিত করে গড়ে তোলার লক্ষে অভিভাবক মন্ডলীর পক্ষে আলোচনা রাখেন জোড়গাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, সভায় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য মোঃ বাবলু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আহসান হাবীব,
এছাড়া উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সকল সদস্যসহ অভিভাবক বৃন্দ।
উক্ত মাদ্রাসা বগুড়া জামিল মাদ্রাসার অধিনে পরিচালিত উত্তরবঙ্গ ভিত্তিক কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, তানযীমুল মাদারিসিদ দ্বীনীয়া বাংলাদেশ (কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড)এর আওতাধীন হওয়ায় অত্র মাদ্রাসা থেকে
সর্বমোট ২৯ জন ছাত্র বোর্ড পরিক্ষায় অংশগ্রহণ করেন। সবাই পরিক্ষায় কৃতকার্য হয়,এবং এদের মধ্যে ৭ জন বিভিন্ন বিভাগে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেন। ছাত্রদের আগামীতে পড়ালেখায় আরো উৎসাহিত করার জন্য মাদ্রাসার তহবিল থেকে ছাত্রদের পুরস্কৃত করার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।