ঢাকাশুক্রবার , ১৮ আগস্ট ২০২৩

শ্রীবরদী উপজেলার বীর মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি সাংবাদিক সাথে পরিচিতি ও মতবিনিময়।

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
আগস্ট ১৮, ২০২৩ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!
   
                       

 

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,

শেরপুর শ্রীবরদী ১৭ আগস্ট শেরপুর জেলায় যোগদান উপলক্ষে শ্রীবরদী উপজেলার বীর মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি সাংবাদিক ও সুধী জনের সাথে পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় ওসি বিপ্লব কুমার বিশ্বাস সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোনালিসা বেগম পিপিএম সেবা নবাগত পুলিশ সুপার শেরপুর আরো বক্তব্য রাখেন এডিএম শহীদুল্লাহ ইসলাম শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান সালাউদ্দিন সালেম সাধারণ সম্পাদক শ্রীবরদী উপজেলা শাখা মোহাম্মদ আলী লাল পৌর মেয়র শ্রীবরদী আমিনুল ইসলাম সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শ্রীবরদী আব্দুল আল ছালে বীর মুক্তিযোদ্ধা হামিদুল্লাহ তালুকদার চেয়ারম্যান কালিলাকুড়া ইউনিয়ন এসডি সোহেল রানা সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক জাতীয় শ্রমিক লীগ শ্রীবরদী উপজেলা শাখা এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লী বিভিন্ন অঙ্গ সংগঠনের লোক সুশীল সমাজ ও সাধারণ জনগণ সাংবাদিকবৃন্দ মিটিং শেষে থানা পরিদর্শন করেন
জনাব মোনালিসা বেগম পিপিএম-সেবা নবাগত পুলিশ সুপার, শেরপুর মহোদয় আকস্মিকভাবে শ্রীবরদী থানার বিভিন্ন কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন।

পরিদর্শন উপলক্ষে শ্রীবরদী থানায় উপস্থিত হলে থানা পুলিশের পক্ষে থেকে নবাগত পুলিশ সুপার, শেরপুর মহোদয়কে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান হয়। পরে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস পুলিশ দল নবাগত পুলিশ সুপার মহোদয়-কে “গার্ড অব অনার” প্রদান করে।

পরে নবাগত পুলিশ সুপার মহোদয় ক্রমান্বয়ে থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক, সার্ভিস ডেলিভারি সেন্টার, থানা ব্যারাক সরেজমিনে পরিদর্শন সহ থানায় কর্মরত অফিসার-ফোর্সের দৈনন্দিন কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পর্যালোচনা করেন।

পরিদর্শন শেষে থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং মাধ্যমে নিয়মিত বিট পুলিশিং সমাবেশ, উঠান বৈঠক কার্যক্রম জোরদার করার মাধ্যমে অপরাধ দমনে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানান।

তিনি থানা এলাকায় গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা সহ মামলা তদন্তের ক্ষেত্রে গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে কর্মকর্তাগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং সকলকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান।

পরিদর্শনকালে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার বিশ্বাস সহ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।