ঢাকামঙ্গলবার , ৩০ এপ্রিল ২০২৪

নলডাঙ্গায় আচরণবিধি লঙ্ঘন করায় দুই প্রাথীর প্রতিনিধিকে জরিমানা

মো:বিপ্লব তালুকদার (নাটোর )
এপ্রিল ৩০, ২০২৪ ১১:১৮ অপরাহ্ণ
Link Copied!
   
                       

 

মো:বিপ্লব তালুকদার (নাটোর )

 

নাটোরের নলডাঙ্গা উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় এসএম ফিরোজ উদ্দিন (আনারস প্রতীক) ও মোঃ তৌহিদুর রহমান লিটন (কাপ পিরিচ প্রতীক) নামে দুই চেয়ারম্যান প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দিনগত রাত ৮ টার সময় উপজেলার হরিদাখলসী বাজারে দুই প্রার্থীর নির্বাচনী অফিসে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান আকরামুল হক এই জরিমানা করেন।

নির্বাচনী আচরণ বিধির ম্যাজিস্ট্রেট ও নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান আকরামুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, একটি ইউনিয়নে একজন প্রার্থীর একটি মাত্র অফিস রাখার বিধান রয়েছে। সেখানে চেয়ারম্যান প্রার্থী এসএম ফিরোজ উদ্দিন (আনারস প্রতীক) ও তৌহিদুর রহমান লিটনের (কাপ পিরিচ প্রতীক) সমর্থক বা প্রতিনিধিরা বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নে একাধিক অফিস বানিয়ে প্রচারোনা চালাচ্ছেন। সেখানে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়।

এসময় তাদের প্রতিনিধিদের ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আর যাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না হয়, সেজন্য দুই প্রার্থীর লোকজনকে সর্তক করাসহ অফিস সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়।