কামরুল ইসলাম-পাবনা প্রতিনিধি
পাবনার আতাইকুলা থানাধীন সাদুল্লাহপুর ইউনিয়নের শ্রীকোল পশ্চিমপাড়া মৃত শমসের আলীর ছেলে আবুল কালাম কে প্রকাশ্য দিবালোকে হত্যা করে সন্ত্রাসীরা, এ ঘটনায় দীর্ঘ সাত বছর মামলা চলমান থাকার পর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবি করেছে হত্যার স্বীকার আবুল কালামের স্বজনেরা। সরজমিনে গিয়ে জানা যায় আজ থেকে প্রায় সাত বছর আগে জমিজমা ও পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে এমন হত্যাকান্ড বলে দাবি করেছে তার ছেলে সুরুজ্জামান । আতাইকুলা থানার এজাহার সূত্রে জানা যায় গত ২৪/০৫/২০১৬ইং তারিখে ১, মোঃ মোতাহার প্রামানিক ,পিতা জিন্দার প্রামানিক ২, মোঃ সাইফুল ইসলাম ৩, মোঃ আলাই,উভয় পিতা মোঃ উসমান সরদার ৪, আক্কাস আলী ফকির, পিতা মৃত মানা ফকির৫, মোঃ শাহিন পিতা মোঃ ওমর আলী ৬, মোঃ রমজান পিতা মোঃ ওসমান শ্রীকোল পশ্চিম পাড়া থানা আতাইকুলা জেলা পাবনা গন পূর্ব শত্রুতার জির ধরে মূলত পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করেই শ্রীকল্ পশ্চিম পাড়ায় কালাম যাওয়ার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে উক্ত আসামিরা ঘাড় গর্দান বরাবর কোপ দেয় ও এক চোখ তুলে ফেলে ঘটনা স্থলে ই মৃত্যু নিশ্চিত করে বীরদর্পে চলে যায়, এই মামলায় এজাহারভুক্ত সকল আসামি জামিনে মুক্ত হয়ে আবারো বাঁদিকে ও তার পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা, এদিকে কালাম মৃত্যুর পর অসহায় দুইটা ছেলেকে নিয়ে অর্থনৈতিক কষ্টে দিনাতিপাত করছে তার স্ত্রী সখিনা খাতুন তিনি কান্না জড়িত কন্ঠে প্রতিবেদককে জানান , আমার নিরপরাধ স্বামীকে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে আমি সরকারের কাছে অনুরোধ করব অন্যায় ভাবে আমার স্বামীকে যারা হত্যা করেছে আমার ছেলেদেরকে যারা এতিম অসহায় করেছে, তাদের প্রত্যেকের ফাঁসি চাই। এলাকার জৈনিক কয়েকজন ব্যক্তির কাছে জানা যায় , টাকা চাওয়া কে কেন্দ্র করে এরকম নির্মমভাবে একজন মানুষকে হত্যা করে পুরো পরিবারকে চরম হতাশায় পরিণত করেছে সন্ত্রাসীরা ,হত্যার সাথে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত , এদিকে মামলার বাদি কালামের ছেলে সুরুজ্জামান জানান একজন মানুষকে বিনা অপরাধে যারা মেরে ফেলে আমাদের পরিবারকে ধ্বংস করে দিয়েছে সেই সকল সন্ত্রাসীদের ফাঁসি না হওয়া পর্যন্ত আমার বাবার আত্মা শান্তি পাবে না আমি সকল আসামীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। আগামী ০৫/০৭/২০২৩ ইং তারিখে আতাইকুলা থানার শ্রীকল গ্রামের আলোচিত কালাম হত্যা মামলার রায় হওয়ার কথা রয়েছে।