ঢাকাশনিবার , ৫ আগস্ট ২০২৩

কালিয়াকৈরে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

মো. ইলিয়াস চৌধুরী
আগস্ট ৫, ২০২৩ ৮:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে গোসল করতে নেমে একটি মৎস্য খামারে ডুবে ৮ম শ্রেণীর এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার লতিফপুর বাগানবাড়ি এলাকায় শুক্রবার দুপুরে। নিহত হলো কালিয়াকৈর উপজেলার লতিফপুর বাগানবাড়ি এলাকার ফারুক হোসেনের ছেলে রাইমন হোসেন (১৪)।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার লতিফপুর বাগানবাড়ি এলাকায় শুক্রবার দুপুরে জালাল আহম্মেদ নামে এক ব্যক্তির মৎস্য খামারে কয়েকজন কিশোর দল বেঁধে গোসল করতে নামে।

এসময় তারা ওই মৎস্য খামারের নৌকায় উঠে পানিতে লাফালাফি করে। এক পর্যায়ে ওই শিক্ষার্থী রাইমন পানিতে লাফিয়ে পড়ে। এরপর সে আর উপরে উঠে আসেনি। এসময় সহপাঠীরা অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে স্থানীয়দের খবর দেয়। খবর পেয়ে স্থানীয় লোকজন খোঁজাখুঁজির পর মৎস্য খামারের নৌকার নিচ থেকে তাকে উদ্ধার করে। পরে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাইমনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় পৌরসভার কাউন্সিলর কুদ্দুস খান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের পারিবারিক কবরস্থানে নিহতের লাশটি দাফন করা হয়েছে।