মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে। দিবসের শুরুতে উপজেলা পরিষদ চত্বরে জুসনে জুলুশের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। জুসনে জুলুসের র‍্যালিটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালিয়াকৈর বাসস্ট্যান্ড মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। ঈদে মিলাদুন্নবীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন,আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উপজেলা সভাপতি,মুর্শিদ নগর দরবারের প্রতিষ্ঠাতা প্রবীণ আলেম স,ম আব্দুল হাকিম জিহাদী মুজাদ্দেদী।
মাওলানা আমিনুল ইসলাম আল কাদরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ তরিকত পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পীরজাদা আব্দুল আলীম অভি আল কাদরী আল বৈরাবরী, মাওলানা রিয়াজুল হক আল কাদরী, শাহ আশেক মুর্শেদ সুজন, শাহ আজিজুর রহমান আজিজ ফকির। আমির হামজা আল চিশতি, আবু তায়েব মৃধা, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আবু জাফর আল ফারুকীসহ আশেক রাসুলগণ। পরে মিলাদ মাহফিল পরিচালনা করেন, চানপুর দরবারের পীর খন্দকার রাজীর আহমেদ, দেশ ও দশের মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন স,ম আব্দুল হাকিম জিহাদী আল মুজাদ্দেদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *