উজ্জ্বল কুমার সরকার
নওগাঁঃ
ইসলামী বাংলা সাহিত্যের সুবিস্তীর্ণ ময়দানে স্বগর্বে বিচরণের প্রয়াস নিয়ে এক মনোজ্ঞ কনফারেন্স ও কমিটি গঠিত হয়।গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় নওগাঁ শহরের শাহী রেস্তোরা হোটেলে জেলার ১১ টি উপজেলা থেকে আগত প্রায় অর্ধ শতাধিক বিদগ্ধ ইসলামী লেখকবৃন্দের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে অনুষ্ঠানটি। পৃথিবীর ইসলাম প্রিয় মানুষদের কাছে শরীয়তের কথা পৌঁছে দেওয়ার সহজলভ্য একমাত্র মাধ্যম বই। এর মাধ্যমে ইসলামী বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে পারে একমাত্র লেখক বৃন্দ। আর লেখকদের সম্মিলিত প্রচেষ্টায় ইসলাম শরীয়তের বাণীগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে,আল্লামা আব্দুল হক শাহ এর সভাপতিত্বে এবং বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা ফজলুল হক শাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। লেখকদের অনুপ্রাণিত ও উদ্দীপ্ত করতে একটি সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন মর্মে একটি কমিটি গঠিত হয়। উপস্থিত লেখক ও গবেষকদের সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত ব্যক্তিদের নিয়ে একটি পূর্ণাঙ্গ লেখক ফোরাম গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। মুফতি শরিফুল ইসলামকে সভাপতি, মাওলানা ফজলুল হক শাহকে সাধারণ সম্পাদক, মুফতি শফিকুল ইসলামকে কোষাধক্ষ এবং মাওলানা শামিম আহমদ নূরীকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট “ইসলামী লেখক ফোরাম, নওগাঁ” শীর্ষক সাহিত্য চর্চার একটি শক্তিশালী কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। এ সভায় আগামী এক বছরের মধ্যে নওগাঁ জেলার বরেণ্য আলেমদের জীবনীমূলক একটি সুবিশাল মৌলিক গ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয় ভবিষ্যতে এ ফোরামের তত্ত্বাবধানে একটি মাসিক পত্রিকা বের করাও পরিকল্পনা হাতে নেয়া হয়।পরিশেষে দোয়া ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
নওগাঁ #