মোঃ তরিকুল ইসলাম রুবেল : ফরিদপুর
ফরিদপুরের সদরপুরে ঢেউখালি ইউনিয়নের রাজারচর ওয়াজ হাওলাদার ডাঙ্গী এলাকায় রাজ্জাক শিকদারের বসত বাড়িতে হামলা-গাছ কাটা এবং নগদ অর্থ লুটের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (০৮ জানুয়ারি) আনুমানিক সকাল ৮ টায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী ওই এলাকার রাজ্জাক শিকদারের বসত বাড়িতে এ হামলা করে।
পরে রাজ্জাক শিকদার বাদী হয়ে একই গ্রামের মৃত সালাম হাওলাদারের পুত্র হাওলাদার (৩৮),সৌরভ হাওলাদার এর পুত্র নজরুল হাওলাদার (৪০),মৃত ছোমেদ হাওলাদারের পুত্র মোঃ তারা হাওলাদার (৬০), আয়নাল হাওলাদার(৬৫),মোঃ তারা হাওলাদারের পুত্র সোহাগ হাওলাদার (৩০), সাগর হাওলাদার(২৫),মৃত রহমত হাওলাদার এর পুত্র আবু দাউদ হাওলাদার রিয়াজ হাওলাদার (৩৫), রিপন হাওলাদার(৩২) ৮/৯ জনকে আসামি করে সদরপুর থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ থেকে জানা যায়, উক্ত আসামিসহ অজ্ঞাতনামা আসামিরা দেশীয় অস্ত্রসত্র প্রায় ৩০/৪০ জন রাজ্জাক শিকদারের বাড়িতে প্রবেশ করে এবং অকথ্যভাষায় গালিগালাজ করে। এসময় সন্ত্রাসীদের বাঁধা দিলে বাড়িতে থাকা মহিলাদের হুমকি ধামকি দেয় পরে ঘরে থাকা নগদ প্রায় আট লাখ টাকা লুট করে নিয়ে যায়। মামলার তদন্তকারী পুলিশ পরিদর্শক (এস আই) মোঃ দেলোয়ার জানান, ঘঠনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়া আইনি ব্যবস্থা প্রক্রিয়া দিন । সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, হামলা-ভাংচুরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।