মোঃ তরিকুল ইসলাম রুবেল ফরিদপুর জেলা
নগরকান্দা ডাংগিতে বিএনপির লিফট বিতরণ চোকদার জহিরউদ্দীন লুলু উপস্থিত হয়ে লিফলেট বিতরণ করেন। এ তিনি বলেন দেশে এক বিজয় ঘটেছে বিএনপি নির্বাচন বর্জনের ডাক, সাড়া দিয়ে বর্জন করেছে। আরও বলেন সরকারকে না বলেছে জনগণ এ বিশ্ব বাসী মেনে নিবে না।
সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতারা মুজাহার শিকদার, আবুল মাতুব্বর, ছরোয়ার শেক,আয়ুব হোসেন, যুবদল নেতা সাজ্জাদ হোসেন পলিন, চোকদার মোঃহিমেল আঃ রহিম প্রমুখ