স্বপন কুমার রায়- খুলনা জেলাপ্রতিনিধি
খুলনার দাকোপের লাউডোব ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলকার এ্যাডঃরজত কান্তি শীল ৮ জানুয়ারী রবিবার দিবাগত রাত তিনটার দিকে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইহলোক ত্যাগ করলেন। সেসময় রজত কান্তি শীল তার আত্নীয় বাড়ী মোকছেদপুর অবস্হান কর ছিলেন। ৮ জানুয়ারী রবিবার রাত আনুমানিক তিনটার দিকে অসুস্হ হয়ে পড়লে চিকিৎসার জন্য ডাক্তার এলে তার আগেই মৃত্যু হয়েছে বলে জানান
এ্যাডঃরজত কান্তিশীল একাধারে দাকোপ উপজেলা আওয়ামীলীগের সাংগঠসিক সম্পাদক, সাবেক জেলা পরিষদ সদস্য,আয্যহরিসভার সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য প্রয়ত প্রফুল্ল কুমার শীল মহাদয়ের জেষ্ট্য
পুত্র এ্যাডঃরজত কান্তি শীল।
তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাকে দেখার জন্য মানুষের ঢল নামে। তার পরীবার সুত্রে জানা যায় তার আত্নীয়বাড়ী মোকছেদ পুর হতে মৃতদেহ বাড়ীতে আনার ব্যবস্হা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *