মোঃ সিয়াম হোসেন পাটওয়ারী
নিজস্ব প্রতিনিধি।
চলমান এ তাপদাহের কারণে অতিষ্ঠ জনজীবন। এই তাপদাহ থেকে একটু স্বস্তি দিতে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে চাঁদপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০ টা থেকে চাঁদপুর জেলার কালিবাড়ী মোড়, কেন্দ্রীয় শহিদ মিনার, সিএনজি স্টেশন সহ চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে শ্রমজীবি ও পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি খাবার স্যালাইন বিতরণ করা হয়।
এসময় উক্ত কার্যক্রমে স্ব-শরীরে উপস্থিত থেকে দিকনির্দেশনা দেন ও অংশগ্রহণ করেন চাঁদপুর ইউনিটের কার্যনির্বাহী পরিষদের সদস্য-বাবু তমাল কুমার ঘোষ, ইউনিট লেভেল অফিসার- আসাদুল হায়দার পমি , যুব প্রধান- নজরুল ইসলাম বাবু , উপ-যুব প্রধান(১) তাহমিনা আক্তার । সহ জেলা ইউনিটের সকল স্বেচ্ছাসেবীগন।
দূর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগের বিভাগীয় প্রধান মো: মাহিন নিরব এর নেতৃত্বে যুব স্বেচ্ছাসেবকগণ উক্ত কার্যক্রম পরিচালনা করেন৷