নিজস্ব প্রতিবেদক : নাটোরের সিংড়ায় পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস লাগিয়ে ও ওপর একজন গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার জোরমল্লিকা গ্রামের মোছাঃ দুলালী বেগম (৩৫) স্বামী মোঃ রইচ উদ্দিন সে পারিবারিক কলহের জেরে বুধবার সকাল সাড়ে দশটার দিকে স্বামী ও সন্তানদের উপর অভিমান করে গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়। পরে পরিবারের লোকজন জানার পরে দ্রুত ওই গৃহবধুকে চিকিৎসার জন্য সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। পরে খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে বুধবার সকাল দশটার দিকে উপজেলার ইটালী ইউনিয়নের বিক্রমপুর গ্রামে মোছাঃ রোজিনা বেগম রোজী (২৮)স্বামী মোঃ জুয়েল সে পারিবারিক কলহের জেরে রোজিনা বেগম (রোজী) তাহার স্বামী জুয়েল এর নিজ বাড়ির শয়নকক্ষে বুধবার সকাল দশটার দিকে গোলায় ফাঁস দেয়।পরে রোজিনার মেয়ে মোছাঃ চাঁদনী (১১) সাড়ে দশটার দিকে তাহার মা কে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেয়।পরে লোকজন এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে নামিয়ে দেখে সে মারা গেছে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। রোজিনার মৃত্যুর বিষয়ে তার বাবার বাড়ির পরিবারের লোকজনের সন্দেহ আছে বলে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়, তাদের ধারণা রোজিনাকে মেরে হয়তো ঝুলিয়ে রাখা হয়েছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)আবুল কালাম বলেন, গৃহবধু দুলালীর লাশটি তাহার পরিবারের লোকজনের অনুরোধে লাশটি হস্তান্তর করা হয়েছে ও রোজীনার লাশটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *