জাকির আহমেদ জিম , বিশেষ প্রতিনিধি বগুড়াঃ
বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় সিএনজিতে থাকা একই পরিবারের তিনজনসহ মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুই জন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম এলাকার ঢাকা বগুড়া মহাসড়কে এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সিরাগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের রাশইল গ্রামের ওলিউজ্জামানের ছেলে আরিফুল ইসলাম (৩২), আরিফুলের স্ত্রী মৌসুমী আক্তার (২৫) ও ছেলে সাইফুল ইসলাম (৪) এবং সিরাজগঞ্জ জেলার তারাশ থানার সেলুন গ্রামের পরবত শেখের ছেলে সিএসজি ড্রাইভার নাসিম হোসেন (৩০)। আহতরা হলেন, শেরপুরের গোলাম (৫০)ও কাওছার আলী।
জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত সিএনজি অটোরিকশাটি সিরাজগঞ্জ থেকে যাত্রী নিয়ে বগুড়ার শেরপুরের দিকে আসছিলো। পথিমধ্যে ধড়মোকাম এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্র-ট-১১-৩৫৬৪) তাদেরকে সামনে থেকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করে। এ সময় সিএনজির ভেতরে থাকা চালকসহ যাত্রীদের ৪ জন নিহত হন। আহত হন আরো দুইজন।
শেরপুর হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ (এসআই) আবুল হাশেম বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই চারজন মারা গেছেন। আইনগত প্রক্রিয়া শেষে লাশ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাগ্রস্ত ট্রাক ও সিএনজি আটক রয়েছে।