ঢাকামঙ্গলবার , ৬ আগস্ট ২০২৪

জবি উপাচার্য সাদেকা হালিম পদত্যাগ করেছেন

জবি প্রতিনিধি
আগস্ট ৬, ২০২৪ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!
   
                       

জবি প্রতিনিধি,

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ পলায়নে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম  পদত্যাগ করেছেন। ”

৬ আগষ্ট (মঙ্গলবার)  বিকেলে অধ্যাপক ড. সাদেকা হালিম তার বাসা থেকে ব্যবহারের জন্য দেওয়া সরকারি গাড়ি ক্যাম্পাসে আসেন। পরে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

 

জানা যায়, গত এক মাস ধরেই সরকারের পক্ষে নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিপক্ষে ছিলেন এবং প্রক্টর মহলদের দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে বিভিন্ন উপায়ে বাধা প্রদান করেন।

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সাদেকা হালিমের বিরুদ্ধে চারটি গবেষণা পত্রে চুরির সুনিদিষ্ট অভিযোগ রয়েছে। গবেষণাপত্র চুরির অভিযোগ থাকা সত্ত্বেও গত ৩০ নভেম্বর, ২০২৩ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সাদেকা হালিম।