জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর হলগুলো হাজী সেলিম কর্তৃক অবৈধ দখলে ছিল। এতদিন পুরান ঢাকার হাজী সেলিমের প্রভাবের কারনে কেউ মুখ খুলতে পারেননি।জানা গেছে, এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নিজেদের হলগুলো পাওয়ার জন্য কর্মসূচি ঘোষনা করবে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হলগুলোঃ-
১.বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল
২.ড.হাবিবুর রহমান হল
৩ বাণী ভবন হল
৪.আব্দুর রহমান হল
৫.শহীদ আনোয়ার শফিক হল
৬.সাইদুর রহমান হল
৭.রউফ মজুমদার হল
৮.শহীদ আজমল হোসেন হল
৯.বজলুর রহমান হল
১০.নজরুল ইসলাম খাঁন হল
১১.শহীদ শাহাবুদ্দিন হল।
১২. তিব্বত হল
জবি শিক্ষার্থীরা তাদের হলগুলো পুনরুদ্ধার করার জন্য ঐক্যমত পোষন করেছেন।