আব্দুল্লাহ আল রাকিব,দেবিদ্বার প্রতিনিধি এবং এডিটর,
দেবিদ্বার পৌরসভার গোমতী আবাসিক এলাকার সাহসী কয়েকজন তরুনের উদ্যেগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান’ক্লিন হার্ট’ কর্মসূচী করা হয়েছে।
এলাকার পরিস্কার কর্মসুচিতে দেশের, উদ্ভুত সংকটপূর্ন অবস্থায় এলাকার এবং জানমালের নিরাপত্তা দেয়া।এলাকার শৃং্খলা রক্ষা করা।
দেশের সার্বিক বিষয়ে আলোচনা এবং পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসার সমাধান হিসেবে তরুনদের সাথে আলোচনা এবং মতবিনিময় করা হয়েছে।
তরুনদের মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনের সহযোদ্ধা মাহবুব বলেন,’ বর্তমানের সমস্যা উত্তোরনের জন্য এবং অন্তবর্তীকালীন সরকারকে রাজনৈতিক স্থিতিশীলতা, এবং লেভেল প্লেয়িং ফিল্ড করার জন্য ড.মুহাম্মদ ইউনুসকে কমপক্ষে ৩ বছর সময় দেওয়া উচিত’
এছাড়া তরুন সহযোদ্ধা রাকিব বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে ড.ইউনুস কে দায়িত্বশীল ভুমিকা পালন করে, আশু সমস্যার সমাধান এবং কেউ যাতে অরাজকতা না করতে পারে সে বিষয়েও নজরদারি রাখতে হবে”
আরেক সহযোদ্ধা মামুন বলেন,”এ সময়ের মধ্যে যেন বাংলাদেশ অন্য দেশের পুতুল সরকার না হয়ে যায়, এবিষয়ে আপামর জনসাধারণের সজাগ দৃস্টি রাখতে হবে”
আরেক সহযোদ্ধা সিফাত বলেন,”উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষায় ছাত্রছাত্রীদের এগিয়ে আসা,জনসাধারণ নিজ দায়িত্ব নিয়ে দেশের সার্বিক কল্যান ও সুরক্ষা নিশ্চিত করতে হবে,দেশটা আমাদের এবং এদেশের সম্পদ রক্ষা করা সকল নাগরিকের দায়িত্ব”
ইতিহাস থেকে দেখা যায়, ছাত্র আনদোলনের ক্ষেত্রে সম্মুখ যোদ্ধা হিসেবে ছাত্ররাই এগিয়ে এসেছে। তরুনরাই দেশের ভবিষ্যৎ এবং নতুন প্রজন্মের হাতিয়ার হিসেবে ছাত্ররা অগ্রনী সুদুরপ্রসারি ভুমিকা পালন করে যাচ্ছে।