জাকির হোসেন সুমন

ব্যাুরো প্রধান ইউরোপ :

আওয়ামীলীগ সরকারের পতন ও শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগেরবপর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, নির্যাতন , বাড়িতে অগুন দেয়া সহ মন্দিরে হামলার অভিযোগ এনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইতালির ভেনিসে বসবাসরত সনাতন হিন্দু সম্প্রদায়ের লোকজন । ভেনিসের মেসত্রে র ট্রেন স্টেশনের সামনে থেকে মিছিলটি শুরু করে কয়েন মার্কেট চত্বরে দিয়ে শেষ হয়। কয়েন মার্কেট চত্বরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে দেশে হিন্দুদের উপর নির্যাতন ও বাড়িতে হামলা ও মন্দিরে হামলার নিন্দা জানিয়ে দোশি দের শাস্তি দাবি করেন। ভেনিস , পাদোভা ও এস্ত্রা হতে বেশ কয়েকন প্রবাসী বাংলাদেশী হিন্দু পরিবার সহ মিছিলে স্লোগান দিতে থাকেন। তবে মিছিলটিতে পেছন থেকে নেতৃত্ব দিতে দেখা যায় ভেনিস আওয়ামীলীগের নেতা আজাদ খান কে। মিচিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন , উৎপল চন্দ্র দে , কৃষ্ণ লাল দাস , সুব্রত দাস , অসিম মন্ডল , শ্যাম মন্ডল, রাজন চন্দ্র শীল , স্বপন পাল , সুবর্ণা বিশ্বাস , সাথী ভৌমিক প্রমূখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *