বদরুদ্দোজা প্রধান

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় প্রেস ক্লাবের পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি পূর্নগঠন করা হয়েছে। নতুন কমিটিতে নাগরিক টেলিভিশনের পঞ্চগড় প্রতিনিধি সাইদুজ্জামান রেজা সভাপতি,দৈনিক নবচেতনার প্রতিনিধি ইনসান সাগরেদ সাধারন সম্পাদকসহ ২৭ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্ত করে সাধারন সভার মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। এসময় প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলী, স্থায়ী কমিটির সদস্য সহ নবিন প্রবিণ সদস্যরা উপস্থিত ছিলেন।

বুধবার (২১ আগস্ট) দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে ডাকা এক সাধারন সভায়, সবার সম্মতিক্রমে নতুন কমিটির আত্মপ্রকাশ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন-আগের কমিটির সিনিয়র সহ-সভাপিত এ রহমান মুকুল, সহ-সভাপতি সামসুদ্দীন চৌধুরী কালাম, প্রচার সম্পাদক লুৎফর রহমান, সাবেক সভাপতি শফিকুল আলম,সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন,জেষ্ঠ্য সাংবাদিক শহিদুল ইসলাম শহিদ প্রমূখ।

এ সময় প্রেস ক্লাবের সভাপতি সাইদুজ্জামান রেজা বলেন,নবীন প্রবীন সকলে মিলেমিশে থাকতে চাই। প্রেসক্লাব ও সংবাদ কর্মীদের জীবন মান উন্নয়নে কাজ করতে চাই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *