আনোয়ার হোসেন
ডিমলা, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কিছু স্বার্থান্বেষী মহল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হেনস্তা করার প্রতিবাদে প্রতিষ্ঠান প্রধানগন মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান করে।
আজ ২৯আগষ্ট দুপুরে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ হলরুমে বিদ্যমান পরিস্থিতিতে প্রতিষ্ঠান সমুহে অনাকাঙ্খিত ঘটনার বিষয়ে মত বিনিময় সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দলের ডিমলা উপজেলা শাখার সভাপতি ও অধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন,
সভায় সভাপতিত্ব করেন বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার উপজেলা সভাপতি, রেজাউল ইসলাম, প্রধান শিক্ষক শালহাটী উচ্চ বিদ্যালয়।
বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল কাদের, ডিমলা টেকনিক্যাল এ্যান্ড বিএমআই কলেজ,অধ্যক্ষ আবু হানিফ সরকার, পাবলিক স্কুল এ্যান্ড কলেজ,অধ্যক্ষ সহিদুল ইসলাম, ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ। আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ডিমলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ৩দফা দাবিতে মানববন্ধন করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম করে ছাত্র সমন্বয়কারী বা সদস্য না হয়েও শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পক্ষপাতিত্ব হয়ে প্রতিষ্ঠান প্রধানদের হেনস্তা করার প্রতিবাদে মতবিনিময় সভায় বক্তাগন অনৈতিক কর্মকান্ডের তীব্র নিন্দা জানিয়ে ডিমলা উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান করেন।