নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকা  উপজেলার ১নং গোলমুন্ডা  ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর  উদ্যোগে গোলমুন্ডা ফাজিল মাদ্রাসা মাঠে১৬ সেপ্টেম্বর(সোমবার)সন্ধ্যায় সীরাতুন্নবী(সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়।গোলমুন্ডা  ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মোঃ  আবুল কালাম এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বাংলাদেশ জামায়াতে ইসলামীর  সেক্রেটারী ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী ৩ জলঢাকা  আসনের জামায়াতের মনোনীত প্রার্থী  মাও মোঃ ওবায়দুল্লাহ সালাফী।সীরাতুন্নবী(সাঃ)মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা শাখার বাংলাদেশ  জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাও মোঃ মুজিবুর রহমান।  বিশেষ অতিথি হিসাবে ছিলেন  বাংলাদেশ  জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার  আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ মোখলেছুর রহমান মাষ্টার,সেক্রেটারি মোয়াম্মার আল হাসান,সহকারী সেক্রেটারি মোঃ মোজাহিদ মাসুম,জামায়াতের কর্ম পরিষদের সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাঃ মোঃ মোজাম্মেল হোসাইন।  এছাড়াও বাংলাদেশ  জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এসময় আলোচকরা বলেন রাসূলুল্লাহ সা:-এর অনুসরণের মাঝেই সকল প্রকার সাফল্য নিহিত রয়েছে। এ সর্ম্পকে আল্লাহ তায়ালা সুরা আহযাবের ৭১ নম্বর আয়াতে ইরশাদ করেন, ‘যে আল্লাহর আনুগত্য করে এবং রাসূল রা:-এর অনুসরণ করে, সে অবশ্যই মহাসাফল্য লাভ করবে।’ রাসুলুল্লাহ সা: বলেন, ‘আমার উম্মতের সকল লোকই জান্নাতী হবে, অস্বীকারকারী ব্যতীত। জিজ্ঞেস করা হলো, ‘হে আল্লাহর রাসূল সা:! অস্বীকারকারী কে?’ উত্তরে তিনি বলেন, ‘যে আমার অনুসরণ করবে সে বেহেশতে প্রবেশ করবে, আর যে আমার নাফরমানী করবে সে অস্বীকারকারী।’ রাসূলুল্লাহ সা:-কে অনুসরণের অর্থ হলো তার আদর্শ গ্রহণ করা, ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রী জীবন থেকে নিয়ে সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সা:-এর আদর্শ মেনে চলা। আমাদের সমাজ আজ রাসূল সা:-এর আদর্শ থেকে সরে এসেছে। আল্লাহপাক আমদেরকে ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবনসহ সর্বক্ষেত্রে রাসুলুল্লাহ সা:-এর আদর্শ অনুসরণের তাওফিক দান করুন,আমিম।আরো আলোচনায় বলেন ন্যায় ও ইনসাফপূর্ণ  দেশ গঠনে রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর আদর্শই উত্তম আদর্শ তিনি একাধারে যেমন একজন সফল সেনাপতি সফল রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন পাশাপাশি তিনি ছিলেন একজন সফল পিতা ও সফল স্বামী সমাজ পরিবর্তনের এক অগ্রনায়ক তাই আমরা আমাদের এই ঘুনে ধরা সমাজকে যদি পরিবর্তন করতে চাই তাহলে আমাদেরকে সেই নবীর আদর্শকেই অনুসরণ করতে হবে যিনি মানবজাতির জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন ।এছাড়াও আলোচকরা বলেন,দীর্ঘ ১৬ বছর পর ইসলামিক এই দল মন খুলে কথা বলতে পারতেছে।তারা শান্তি চায়।আমরা সকল জাতীর লোকদের নিয়ে কাজ করবো।আমরা কারো ধর্মে আঘাত করবোনা।গোলমুন্ডায় জামায়াতে ইসলামীর  ডাকে অসংখ্য সনাতন ধর্মাবলম্বী  (হিন্দু) সীরাতুন্নবী(সাঃ)মাহফিলে উপস্থিত ছিলেন।  মাহফিল শেষে  নারায়ে তাকবিরের ধ্বনিতে মূখরিত হয় গোলমুন্ডা বাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *