মোঃ আনোয়ার হোসেন
ডিমলা, নীলফামারী।
নীলফামারীর ডিমলায় গত কয়েক দিন ধরে বিভিন্ন ইউনিয়নে জাতীয়তাবাদী দলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় ২৪ সেপ্টেম্বর বিকাল ৩ টায় ডিমলা সদর ইউনিয়নে দলটির মত বিনিময় সভায় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিত হওয়ার জন্য আহবান জানানো হয়। অসংখ্য নেতাকর্মী বিভিন্ন ইউনিয়ন হতে ছুটে আসলে মতবিনিময় সভাটি জনসভায় পরিপূর্ণ হয়।
সভা মন্চে জাতীয়তাবাদী দলের ডিমলা উপজেলা শাখার সভাপতি / সম্পাদক সহ নেতৃবৃন্দ সভাস্থলে উপস্থিত হলে মুষলধারে বৃষ্টি শুরু হলে সভার কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটে। পরে বৃষ্টি কিছুটা থামলে পুনরায় শুরু হয় সভা।
এতে সভাপতিত্ব করেন ডিমলা সদর ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দলের ডিমলা উপজেলা শাখার সভাপতি মোঃ মনোয়ার হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বদিউজ্জামাল রানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফ উল ইসলাম লিটন,সহ নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান।