নিজস্ব প্রতিবেদক :

নাটোরের সিংড়া উপজেলার বেড়াবাড়ি গ্রামে পূর্ব শত্রুতার ও হত্যার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে দুই গ্রুপের অন্তত ৪জন আহত হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল সাতটার দিকে এই ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, নাটোর জেলার সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামে পূর্ব শত্রুতার ও ২০১৬ সালে রেজাউল পিতা মৃত রহিদুল হত্যার জের ধরে রেজাউল করিম রেজা -সাইফুল গ্রুপ ও আনোয়ার হোসেন গ্রুপের মধ্যে বিরোধ ছিল। গত ২০১৬ সালে মোঃ রেজাউল পিতা রহিদুল ইসলাম কে সাইফুল গ্রুপের লোকজন হত্যা করে। আনোয়ার গ্রুপের আনোয়ার হোসেন বাদি হয়ে ওই সময় সিংড়া থানায় মামলা করেন ও মামলা টি বিজ্ঞ আদালতে বিচারাধীন অবস্থায় আছে। উক্ত বিরোধের জের ধরে বুধবার সকাল সাতটার দিকে
১। মোঃ সেন্টু (৪০), পিতা মৃত আমজাদ মোল্লা,২। মোঃ আলমাস (২৩), পিতা মোঃ জাহাঙ্গীর মোল্লা, ৩। মোঃ স্বপন (২৭), পিতা মোঃ বেপারী, ৪। মোঃ বাবু (৪৫), পিতা মোঃ লালচান, ৫। মোঃ হাবিল (৪২), পিতা মৃত সাহেব,সহ মোট ৯/১০ জন দলবদ্ধ হয়ে
১। মোঃ ময়দান আলী (৫৫)পিতা মৃত ছয়রুদ্দিন মোল্লা,
২। মোঃ হারুন মোল্লা (৩০)পিতা মৃত এন্তাজ
৩। মোছাঃ রুপালী খাতুন (৪০)স্বামী আলাল,
৪।মোঃ মানিক হোসেন (৪২)পিতা শাহাদাত মন্ডলর দের টিনের ঘরের বেড়া হাসুয়া দিয়ে কেটে ফেলে ও দরজা ভাংচুর করে,এসময়
৫। মোঃ মানিক প্রামাণিক (৩৪)পিতা আঃ রাজাক তাহার একটি দোকান ঘর ভাংচুর করে, একটি ইয়ামাহা ১৫০ সিসি মোটরসাইকেল ভাংচুর, দোকানে থাকা একটি কেরাম বোর্ড ও একটি এলইডি টিভি ও দোকানের মালামাল লুটপাট করে নিয়ে যায়। উক্ত ঘটনায় আনুমানিক প্রায় ২লক্ষ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।

পরে খবর পেয়ে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উক্ত ঘটনার জের ধরে যেকোন সময় পুনরায় সংঘর্ষের সম্ভাবনা আছে। প্রতিবেদন লেখা পর্যন্ত দুই গ্রুপের মধ্যে কেউ কোন মামলা করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *