এসডি সোহেল রানা

স্টাফ রিপোর্টার,

শেরপুর জেলার সুশীল সমাজের প্রতিনিধিদের সহিত জেলা পুলিশ উদ্যোগে সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১১ ঘটিকায় শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনে কক্ষে সম্মানিত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান মহোদয়।

 

মতবিনিময় সভায় সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,

সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ, সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ,

পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন মতামত প্রদান করে ডিআইজি মহোদয়ের নিকট প্রত্যাশিত সেবা প্রাপ্তীর লক্ষ্যে বিভিন্ন দাবি ও পরামর্শ উত্থাপন করেন।

 

ডিআইজি মহোদয় সভায় উপস্থিত সুধীজনদের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন ও যাথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যের শুরুতে বিজয়ের মাস ডিসেম্বর উল্লেখ করে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধা সাথে স্মরণ করেন। তিনি শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস, থার্টি ফার্স্ট নাইট ও নিউ ইয়ার দিবস সমূহ নির্বিঘ্নে উদযাপনের স্বার্থে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে উপস্থিত সকলেকে অবহিত করেন ও পুলিশিং কাজে সর্বাত্মক সহোযোগিতা করার আহবান জানান। সেই সাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সুশীল সমাজের প্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন ও উম্মুক্ত আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয় বাস্তবায়নের জন্য অঙ্গীকার ব্যক্ত করেন।

 

পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলেই সার্বিক সহযোগিতায় কমনা করেন ও জনগণকে আইনি সুবিধা দিতে শেরপুর জেলা পুলিশ বদ্ধপরিকর বলে উল্লেখ্য করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর অস্থায়ী শেরপুর সদর ক্যাম্প কমান্ডার মেজর এস এম আহসান উল্লাহ, র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর মোঃ আব্দুর রাজ্জাক, জেলা কমান্ড্যান্ট আনসার-ভিডিপি মোঃ রাকিবুল ইসলাম, ডিডি এনএসআই মোঃ বশীর উদ্দিন, সিভিল সার্জন ড. মোঃ জসিম উদ্দিন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর শাহ্ কামাল উদ্দীন, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর আ. জ. ম রেজাউল করিম খান-সহ শেরপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *