স্টাফ রিপোর্টার মোঃ রিয়াদ মন্ডল
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে জীবননগর থানাধীন শাহাপুর পুলিশ ক্যাম্পের আইসি এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ জীবননগর থানাধীন শাহাপুর মোড়ে তিন রাস্তার মোড় নামক স্থান হতে প্রথম মটর সাইকেল চোর আসামী মোঃ ফাহিম হুসাইন বয়স ২৩ বছর, পিতা-মোঃ খোকন রহমান, গ্রাম -রুদ্রপুর স্কুলপাড়া,দ্বিতীয় আসামি মটর সাইকেল চোর মোঃ বিপ্লব হোসেন বয়স ২৫ বছর, পিতা-আঃ হালিম, গ্রাম -বাজেবাওন্দা কলেজ ষ্ট্যান্ডপাড়া, তিতীয় মটর সাইকেল চোর আসামি মোঃ সোহান হোসেন বয়স ২৫ বছর , পিতা-মোঃ জাহাঙ্গীর হোসেন, গ্রাম বাজে বাওন্দা কলেজ পাড়া, সর্বথানা-কোটচাঁদপুর, জেলা-ঝিনাইদদের। সাহাপুর তিন রাস্তা মোড়ে পুলিশ একটি চোরাই BAJAJ BOXER-AT 100 CC মোটর সাইকেল সহ গ্রেফতার করেন তিন জনকে হাতেনাতে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা করা হয় ৩ জন আসামি কে ।