মোঃ কামাল হোসেন প্রধান
জেলা প্রতিনিধি নরসিংদী ঃ
নরসিংদীর শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়ন এর ভরতের কান্দি বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ এর উদ্যোগে দুই দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনে দ্বিতীয় দিন ১৪/১২/২৪ ইং শনিবার রাত্র ১০ ঘটিকা সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মঞ্জুর এলাহী, চেয়ারম্যান নদী বাংলা গ্রুপ, প্রধান উপদেষ্টা ভারতেরকান্দি, শেরপুর যৌথ কবরস্থান পরিচালনা কমিটি ও সদস্য সচিব নরসিংদী জেলা বিএনপি। তিনি বলেন আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, তিনি আমাদেরকে আখেরি নবীর উম্মত বানিয়েছেন , তিনি আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন । তিনি আমাদেরকে আজকের এই আলেম-ওলামাদের মুখ থেকে কোরআন ও হাদিসের কথা শোনার তৌফিক দান করেছেন, সেই কারণে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসা আমাদের জন্য সৌভাগ্য, এখানে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূল কে রাজি খুশি করা, ইসলাম সম্পর্কে জান্নাত, জাহান্নাম সম্পর্কে কিছু জানা। আমাদের জান্নাতে যাওয়া ছাড়া অন্য কোন উদ্দেশ্য নেই, একটাই মাত্র উদ্দেশ্য আমরা সবাই জান্নাতে যেতে চাই । আমরা যদি বাঁচি একসাথে বাঁচব ,যদি মরি একসাথে মরবো ,আমরা কোন অন্যায় করিব না। আমি যদি কোন অন্যায় করি থাকি আমাকে ভাই হিসেবে ,আপনাদের সন্তান হিসাবে আপনারা আমাকে দেখিয়ে দিবেন । আপনাদের মাঝে যদি কোন ভুল থাকে আমার কথা আপনারা শুনবেন, আমরা সবাই জান্নাতে যেতে চাই সেই হিসাবে আমরা ওয়াজ মাহফিলে আসি। অধ্যাপক ডক্টর এ ,কে ,এম রাশিদুল আলম সেলিম , সভাপতি ভরতের কান্দি বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ ও প্রক্টর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাভার ঢাকা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আফজাল হোসেন অফিসার্স ইনচার্জ শিবপুর মডেল থানা, প্রয়োগ। প্রধান আকর্ষণ মুফতি ইমরান হোসেন কাসেমী , মোফাসসেরে কোরআন ঢাকা।