মোঃ কামাল হোসেন প্রধান

জেলা প্রতিনিধি নরসিংদী ঃ

নর‌সিংদীর শিবপুর উপজেলা ,মা‌ছিমপুর ইউ‌নিয়‌ন ধানুয়া গ্রা‌মের কৃতি সন্তান হাসান মোহাম্মদ নাসের রিকাবদার , বাংলাদেশ পুলিশ এর এস‌পি হি‌সে‌বে পদায়িত হওয়ায় শিবপুর উপজেলা উপজেলা জনসাধারণ এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

তি‌নি উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি ও মা‌ছিমপুর ইউ‌নিয়ন প‌রিষ‌দ এর চেয়ারম‌্যান আলহাজ্ব আবুল হা‌রিছ রিকাবদার কালা মিয়া এর সু‌যোগ‌্য সন্তান । এমন জীবন ক‌রিও গঠন মর‌নে হা‌সি‌বে তু‌মি কা‌ঁদি‌বে ভূবন। আব‌ুল হা‌রিছ রিকাবদার কালা মিয়া এর স‌ত্যিকার অ‌র্থে একজন সফল ও গ‌র্বিত সন্তা‌নের পিতা ।

দোয়া ও শুভ কামনা রই‌লো তিনি যেন সাফ‌ল্যের উচ্চ সোপা‌নে আহোরন করেন সেই প্রত‌্যাশাই শিবপুর বাসীর কাম্য ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *