উজ্জ্বল রায়

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের খানসামায় একই রশিতে ঝুলন্ত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মরদেহ তার নিজ শয়ন কক্ষ থেকে উদ্ধার করা হয়।

বুধবার রাতে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের আরাজী যুগিরঘোপা গ্রামের বেনুপাড়া থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুজাতা রানী রায় (২৪) ওই গ্রামের ভক্ত রায়ের স্ত্রী এবং তার মেয়ে নীলাদ্রি রানী রায় (৬)। পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলার বিলাইচন্ডী ইউনিয়নের বাঘাচড়া গ্রামের ঝাউপাড়ার অমিত‍্য রায়ের মেয়ে ও নাতনী।

জানা যায়, ২০১৮ সালে পারিবারিকভাবে বিয়ে হয় তাদের। ভক্ত রায় পেশায় একজন দর্জি।

পরিবার সূত্রে জানা যায়, সুজাতা প্রতিদিন সন্ধ্যা বাতি দিয়ে থাকে। কিন্তু বুধবার সন্ধ্যা বাতি না দেওয়ায় তার জা চন্দনা তাকে তার শয়ন কক্ষে ডাকতে যায়। ডাকতে গিয়ে দরজা বন্ধ পায়। এরপর দরজায় সজরে ধাক্কা দিলে ঘর অন্ধকার দেখতে পায়। আলো জ্বালিয়ে দেখে তাদের ঝুলন্ত অবস্থায় আছে। এরপর চিৎকার করলে পরিবারসহ প্রতিবেশীরা এগিয়ে আসে।

মেয়ের পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা হত্যা করে নাটক সাজিয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। উক্ত ঘরে একটি সুইসাইড নোট পাওয়া যায়। যেখানে মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয় নাই।

তবে সুইসাইড নোটের লেখা ভিকটিমের কি’না তা পরীক্ষা নিরীক্ষা সাপেক্ষে জানা যাবে। লাশ দুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের জন্য পরীক্ষা নিরীক্ষা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *