মামুন-উর-রশিদ
স্টাফ রিপোর্টার যশোর:
ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করে পতন ঘটিয়েছি। এখন সকলে একসাথে হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সংঘবদ্ধ হবার এবং দেশ গঠনের অন্যতম জায়গা হতে পারে খেলাধুলা। এক কথায় একতা জুলাই আমাদের তেমন কিছুই শেখায়। সময় এসেছে দেশকে এগিয়ে নেওয়ার। দেশ এগিয়ে নিয়ে যাওয়ার কারিগর হচ্ছে তরুণরা। এই তরুণ সমাজকে বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প কিছুই নেই। আমরা সুন্দর সমাজ ও দেশ গঠনের সহায়ক হবো। জুলাই–আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জি এম রাকিব হাসান রকি এ কথা বলেছেন। মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ক্রিকেট একাডেমির উদ্যেগে শনিবার (২১ ডিসেম্বর) দিনব্যাপী ঢাকুরিয়া স্টেডিয়াম মাঠ প্রাঙ্গণে সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে যশোর ক্রিকেট একাদশ। ৮ দলের অংশগ্রহনে দিনভর এ ক্রিকেট খেলার ফাইনালে নওয়াপাড়া ক্রিকেট একাদশ টসে হেরে ফিল্ডিং করে। প্রতিপক্ষ যশোর ক্রিকেট একাদশ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে এসে নির্ধারিত ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাথী ৩৩ রান করেন। জবাবে নওয়াপাড়া ক্রিকেট একাদশ ৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৫৯ রান সংগ্রহ করে। ফলে যশোর ক্রিকেট একাদশ ১০ রানে জয় পায়। প্লেয়ার অব দ্যা টুনামেন্ট হয়েছেন যশোর ক্রিকেট একাদশের ওহিদুল ইসলাম। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দলের হাতে ৯ হাজার টাকা, রানার্স আপ ৬ হাজার ২শ টাকা ও প্লেয়ার অব দ্যা টুনামেন্ট মোবাইল ফোন পুরষ্কার তুলে দেন। খেলার আয়োজন করেন ইউনিয়নের সাবেক ছাত্র নেতা ও ক্রীড়া প্রেমী মামুন হোসেন। সহযোগিতা করেছেন মুসফিকুর রহমান, সোহান, তারেক, মেহেদী, রাতুল, রাব্বিসহ ক্রিকেট একাডেমির সকল সদস্যবৃন্দ। ম্যাচ পরিচালনা করেন আম্পায়ার খালিদ হাসান ইমন ও তারেক রহমান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার মতিউর রহমান, ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোল্লা মিজান, আরিফ বিল্লাহ, আনিসুর রহমান, ব্যবসায়ী হান্নান সরদার প্রমুখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়নের বিভিন্নস্তরের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য মুসফিকুর রহমানের সঞ্চালনায় সভাপতি বলেন আমরা সকলে মিলে ফ্যাসিবাদের উৎখাত করেছি, এখন সময় ঐক্যবদ্ধ হয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। যেন আর কখনো এদেশে ফ্যাসিস্ট ফিরতে না পারে। দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সদা স্বোচ্চার থাকবো ইনশাআল্লাহ।