মোঃ মেহেদী হাসান
ভাঙ্গুড়া(পাবনা) প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়ায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে সৌখিন নামের এক আরবান এনজিও কর্মচারী ও তার কথিত প্রেমিকাকে আটক করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার পৌর সদরের কালিবাড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে ভাঙ্গুড়া থানা পুলিশ তাদেরকে আটক করে। এর আগে ওই এনজিও কর্মীর ভাড়া বাসায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা আপত্তিকর অবস্থায় তাদের দুজনকে আটক করে আগে গণধোলাই দেয় পরে থানা পুলিশকে খবর দেয়। তবে পুলিশ বলছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জানা গেছে, সৌখিন নামের আরবান এনজিও এক কর্মী নিজ বাড়ি কুষ্টিয়া জেলাতে হলেও প্রায় বছরখানেক ধরে ভাঙ্গুড়া শাখায় চাকরি করেন। তার ব্যক্তিগত জীবনে স্ত্রী ও একটি সন্তান রয়েছে। চাকুরীর সুবাদে ভাঙ্গুড়া পৌর সদরের কালিবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করেছেন। বেশ কিছুদিন হলো তার স্ত্রীর সাথে পারিবারিকভাবে বলিবনা হচ্ছিল না। স্বামী-স্ত্রীর মধ্যে তাদের প্রায়ই কলহ বিবাদ লেগে থাকতো। এমন অবস্থায় ভাঙ্গুড়া বাজারের বকুলতলা রেল চত্ব্বর এলাকায় ফুচকা খেতে গিয়ে শাম্মি (ছদ্মনাম) নামের এক বিবাহিত নারীর সঙ্গে তার পরিচয় ঘটে। ওই নারীর স্বামী বিদেশ থাকায় মোবাইল ফোনের মাধ্যমে এনজিও কর্মী সৌখিনীর সঙ্গে তাদের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। ওই এনজিও কর্মীর বাসায় কেউ না থাকার সুবাদে একাধিকবার শাম্মি নামের ওই নারী এনজিও কর্মীর বাসায় এসে মধুর সময় কাটিয়েছেন। এভাবে প্রায় পাঁচ মাস কেটে গেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা তাদের দুজনকে অনৈতিক ও অসামাজিক অবস্থায় আটকের চেষ্টা করতে থাকে। ঘটনার দিন দুপুর সাড়ে ১২ টার দিকে বাসায় কেউ না থাকায় সুযোগে পূর্বের ন্যায় সৌখিন নামের এনজিও কর্মী ওই মহিলাকে তার বাসায় নিয়ে আসেন। এরপর স্থানীয় জনতা সঙ্ঘবদ্ধ হয়ে ওই বাড়িতে প্রবেশ করে তাদের দুজনকে অসামাজিক অবস্থায় দুজনকে আটক করে প্রথমে গণধোলাই দেন এরপর থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে ভাঙ্গুড়া থানার ওসি তদন্ত মোঃ আব্দুল করিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের দুজনকে আটক করে ভাঙ্গুড়া থানায় নিয়ে আসেন।
ঘটনার বিষয়ে ওসি (তদন্ত)আব্দুল করিম জানান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে স্থানীয় জনতার হাতে আটক আরবান এনজিও কর্মী ও এক মহিলাকে আটক করে ভাঙ্গুড়া থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।ভাঙ্গুড়ায় অসামাজিক কার্যকলাপের দায়ে এনজিও কর্মীসহ আটক দুই