মোঃ আনোয়ার হোসেন

ডিমলা, নীলফামারী।

নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নে অবস্থিত সুটিবাড়ী বাজার হাট-বাজারটি অনেক ব্যবসা কেন্দ্রীক একটি পুরাতন ঐতিহ্যবাহী হাট-বাজার।

উক্ত হাটে প্রায় ছোট বড় ৩৭৭জন বিভিন্ন ব্যবসার মহাজন ব্যবসায়ী আছে।

ব্যবসায়ীগন তাদের ব্যবসার সার্বিক উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে তারা গড়ে তোলে “সুটিবাড়ী বাজার বনিক সমিতি লিমিটেড। সমিতিটির রেজিস্ট্রার নং ১৩। সমিতিতে দুই বৎসর মেয়াদী।

গত ৩০ সেপ্টেম্বর /২১সালে সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত কমিটির মেয়াদ উত্তীর্ণের তারিখ ছিল ২৯সেপ্টেম্বর/২৪ইং।

অভিযোগ রয়েছে বনিক সমিতিটির মেয়াদ উত্তীর্ণ হলে তা প্রচার প্রচারনা না করে প্রভাব দেখিয়ে সমিতির মেয়াদ উত্তীর্ণ কমিটির সভাপতি আঃ বাতেন ও ফেরদৌস মিয়া কিছু সংখ্যক ব্যবসায়ীর সদস্য পদ ছাঁটাই করে গত কয়েক দিন পুর্বে ব্যবসায়ীদের সহিত আলোচনা সভা ছাড়াই মেয়াদ উত্তীর্ণ কমিটির সভাপতি / সাধারণ সম্পাদক তারা ডিমলা উপজেলা সমবায় সমিতির নিয়মাবলির তোয়াক্কা না করে অসাংবিধানিকভাবে নিজে নিজেই লোক দেখানো নির্বাচন করে সমিতির সভাপতি /সম্পাদক দাবি করছে।

এদিকে সুটিবাড়ী হাট-বাজারের অধিকাংশ ব্যবসায়ী মেয়াদ উত্তীর্ণ কমিটির দ্বারা নির্বাচন বাতিলের দাবি জানিয়ে ডিমলা উপজেলা সমবায় কর্মকর্তার নিকট অভিযোগ দাখিল করেছে বলে জানা যায়।

এবিষয়ে উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক সাইদুল ইসলাম জানান, তারা কমিটি গঠন করার বিষয়ে কোন কিছু জানেন না, যদি কমিটি গঠন করা হয় তা অসাংবিধানিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *