লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের ধারায় ওই ইটভাটা মালিকদের ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিনব্যাপী সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারি সচিব রেজওয়ান উল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে নাটোর পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক রফিকুল ইসলাম বলেন, লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় উপজেলার দুয়ারিয়া, ঈশ্বরদী ও লালপুর ইউনিয়নের ৫ টি অনুমোদনহীন ভাটা ভেকু দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এবং তাদের সর্বমোট ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এঅভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *