হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে কাঁঠালডাঙ্গীতে এক ভয়াবাহ অগ্নিকান্ডের ঘটনায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে। সংবাদ পেয়ে হরিপুর ও রানীশংকৈল ফায়ার সার্ভিস ঘটনা স্থলেগিয়ে ঘন্টাব্যাপি অভিয়ান চালিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে শনিবার (৪ জানুয়ারী) দুপুরে উপজেলার কাঁঠালডাঙ্গী বাজার এলাকায় জুয়েলের বাড়িতে। ক্ষতিগ্রস্থ কৃষক জুয়েল বলেন আমরা বাড়িতে কেউ ছিলনা মাঠে কাজ করতে গিয়ে ছিলাম।
অগ্নিকান্ডের খবর শুনে বাড়িতে আসি। এ অগ্নিকান্ডে আমার বাড়ির ৬টি রুমের মালামাল, নগদ অর্থ, কাপড় চুপর সহ সককিছুই পুড়ে ছাই হয়ে যায়। এতে আমার প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কি ভাবে আগুন লাগলো তা জানা যায়নি। ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহান অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন এই অগ্নিকান্ডে কৃষক জুয়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান বলেন অগ্নিকান্ডে পুড়ে যাওয়া বাড়িঘর পরিদর্ণ করে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে শুকনা খাবার ও শীতবস্ত্র দেওয়া হয়েছে।