ঠাকুরগাঁও প্রতিনিধি
শনিবার ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত ছাত্র সমাবেশে ভিডিও কনফারেন্সে যুক্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনার সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করছে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে।
শনিবার (৪ জানুয়ারি) ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরি মাঠে জেলা ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে মির্জা ফখরুল আরো বলেন, “আজকে নতুন একটা সুযোগ সৃষ্টি হয়েছে। আপনারা জানেন, গত ১৫ বছর আমরা আন্দোলন করেছি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, তারা দেশর অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল। রাজনীতিকে ধ্বংস করে গণতন্ত্রকে ধ্বংস করেছিল তারা। অসংখ্য ছাত্রকে হত্যা করেছিল। কিছুদিন আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তারা (আওয়ামী লীগ) কয়েক হাজার ছাত্র-ছাত্রীকে হত্যা করেছে।