স্টাফ রিপোর্টার যশোর: যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নে ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে এ সভা অনুষ্ঠিত হয় ।
ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান মণিরামপুর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আমজাদ হোসেন লাভলু,বিশেষ অতিথি মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন ও সাবেক পৌর ছাত্রলীগ সন্দীপ ঘোষ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এরশাদ আলী সরদার সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। এই সময় উপস্থিত নেতারা বলেন ঢাকুরিয়া ইউনিয়ন ছাত্রলীগ মাদক মুক্ত কমিটি গঠন করতে হবে এবং ছাত্রলীগকে স্মার্ট ছাত্রলীগ গড়ে তুলতে হবে এবং শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করতে হবে।